নোবিপ্রবিতে হাল্ট প্রাইজ’র নতুন ক্যাম্পাস ডিরেক্টর খাদিজা খানম ঊর্মি

Ecare Solutions

নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) চতুর্থ বারের মত আয়োজিত হতে যাচ্ছে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রোগ্রাম। এবারের অন ক্যাম্পাস প্রোগ্রাম ২০২১-২২ সেশনে ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন খাদিজা খানম ঊর্মি।

নবনির্বাচিত ক্যাম্পাস ডিরেক্টর খাদিজা খানম ঊর্মি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
ইন্সটিটিউট অফ ইনফোরমেশন সায়েন্সেস- এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিগত দু’বছর ধরে নোবিপ্রবি হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রোগ্রামের অর্গানাইজিং কমিটির সাথে যুক্ত আছেন। এছাড়াও তার টিম গতবছর অন ক্যাম্পাস রাউন্ডে প্রথম রানার আপ হওয়ার পাশাপাশি হাল্ট প্রাইজ চিটাগাং ইমপেক্ট সামিটে অংশ নিয়েছে।

খাদিজা খানম ঊর্মি বলেন, “নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) চতুর্থ বারের মতো যাত্রা শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক উদ্যোক্তা প্রতিযোগিতা “হাল্ট প্রাইজ”। করোনা পরিস্থতি স্বাভাবিক না হলে গতবারের মত এবারের অন ক্যাম্পাস প্রোগ্রাম আয়োজনটাও অনেক চ্যালেঞ্জিং হবে। যথেষ্ট চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও গতবার অনলাইনে সম্পূর্ণ আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন ক্যাম্পাস ডিরেক্টর সাবিহা তাসমীম। এবার আমার পালা। কতটা সুন্দর ও সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারবো জানিনা কিন্তু আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো। খুব শীঘ্রই অর্গানাইজিং মেম্বার বাছাইয়ের কাজ শুরু করবো। এরপর আস্তে আস্তে বাকি কাজগুলো শুরু করবো। আশা করছি, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দের দিকনির্দেশনায় আমার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারবো। সেই সাথে ক্যাম্পাসের সকল সিনিয়র, ব্যাচমেট, এবং জুনিয়রদের সহযোগীতায় সুন্দর একটি অন ক্যাম্পাস প্রোগ্রাম উপহার দিতে পারবো বলে আমি আশাবাদী”।

উল্লেখ্য, হাল্ট প্রাইজ ফাউন্ডেশন এমন একটি সংস্থা যা বিশ্বের সবচেয়ে বড় সমস্যাগুলিকে চিহ্নিত করে প্রতি বছর একটি নির্দিষ্ট সমস্যাকে চ্যালেঞ্জ হিসাবে উপস্থাপিত করে তা তরুণদের উদ্দেশ্যে ছুঁড়ে দিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগীরা ব্যবসায়িক প্রস্তাবকে কেন্দ্র করে এই বিশ্ব সংকট সমাধান করার চেষ্টা করে। বিশ্বের সবচেয়ে বড় শিক্ষার্থী উদ্যোক্তা এই প্রতিযোগিতাটি ১২১ টিরও বেশি দেশের ৩০০০ এর বেশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচালিত হচ্ছে। যেটাকে বিশ্বব্যাপী মিডিয়া আউটলেটে ‘নোবেল প্রাইজ ফর স্টুডেস্টস’ নামে ডাকা হয়। পুরস্কারটি প্রদান করা হয় জাতিসংঘের সাথে পার্টনারশিপ করে। হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল থেকে এর আয়োজন করা হয়, এবং স্পন্সর করে সুইডিশ এন্ট্রাপ্রানার বার্টিল হাল্ট এবং তাঁর পরিবার। এর মূল উদ্দেশ্য হচ্ছে উন্নত এক বিশ্ব গঠনে সহায়তা করা।

Ecare Solutions
, , ,
শর্টলিংকঃ