
আজ (১৬ জানুয়ারি)সকাল ১১.৩০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে সাইবার ক্রাইম ইউনিট ভবন এর উদ্বোধন করেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
এসময় তিনি বলেন, আর এম পির সাইবারক্রাইম ইউনিট আজ বৃহত্তর পরিসরে উদ্বোধন করা হলো। প্রযুক্তির মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সাইবারক্রাইম ইউনিট কাজ করবে। সাইবার অপরাধের ক্ষেত্রে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সে জন্য আর এম পির সাইবার ক্রাইম ইউনিট ও অপারেশন কন্ট্রোল এন্ড মনিটরিং সেন্টার পাশাপাশি করা হয়েছে।

উদ্বোধন শেষে মহানগর পুলিশ কমিশনার কাশিয়াডাঙ্গা কলেজে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।
