
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখার আয়োজনে শহীদজননী জাহানারা ইমামের ৯৩তম জন্মদিন পালন করা হয়েছে।
গতকাল সকাল ১১ টায় যশোর প্রেস ক্লাব মিলনায়তনে শহীদজননী জাহানারা ইমামের জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

নির্মূল কমিটির যশোর জেলা সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাজেদুর রহমান বকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের জেলা সভাপতি প্রবীন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি সুুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দদুল, আই ই ডি বির জেলা সাধারন সম্পাদক প্রকৌঃ নুরুল ইসলাম, যুব মৈত্রীর জেলা সভাপতি অনুপ কুমার পিন্টু, তরুণ নাট্য পরিচালক কামরুল ইসলাম রিপন।
বক্তারা শহীদজননীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শহীদজননীর আন্দোলনের ফলেই যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব হয়েছে।
সভায় যশোর জেলার বিভিন্ন স্কুলে শহীদজননীর লেখা একাত্তরের দিন গুলি পাঠের প্রতিযোগীতার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
