
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।
আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার মিল্টন বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম বলেন, খুলনা থেকে মাওয়াগামী রাজীব পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এরপর একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়েছেন। তবে এখনো কারো পরিচয় জানা যায়নি।
বাংলা প্রবাহ /এন এ
