উইক্রেনের ২০ শতাংশ জায়গা দখল করেছে রাশিয়া

Ecare Solutions

রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রায় ১০০তম দিনের কাছাকাছি এসে রাশিয়ান বাহিনী ইউক্রেন ভূখণ্ডের প্রায় ২০ শতাংশ দখল করেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বিবিসি জানায়, তিনি লুক্সেমবার্গে আইন প্রণেতাদের একটি ভিডিও বার্তায় এ কথা বলেন।

জেলেনস্কি জানান, সব ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়ান সামরিক বাহিনী এই আগ্রাসনের সাথে জড়িত। অন্যদিকে রুশ বাহিনী পূর্ব ডনবাস অঞ্চলের সেভেরোডোনেটস্ক শহরে হামলা জোরদার করছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, রাশিয়া শহরের বেশিরভাগ দখল করে নিয়েছে ভারী ভারী কামানের ব্যবহার করছে।

ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণ চালাচ্ছে জানিয়ে জেলেনস্কি বলেন, কিছু রাস্তায় রাশিয়ান বাহিনীকে ঠেকানো গেছে, এদের মধ্যে বেশ কয়েকজনকে বন্দী করা হয়েছে।

শহরে রাস্তায় রাস্তায় তীব্র লড়াইয়ের বেসামরিক লোকদের স্থানান্তর বাধাগ্রস্ত হচ্ছে। তিনি এই ধরনের প্রচেষ্টাকে অত্যন্ত বিপজ্জনক হিসাবে বর্ণনা করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ভিডিও বার্তায় জেলেনস্কি আরও বলেন, ডনবাসের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়নি তবে ইউক্রেনীয়রা সেভেরোডোনেটস্কে যুদ্ধে কিছু সাফল্য পেয়েছে।

প্রায় ১৫ হাজার বেসামরিক নাগরিক শহরটিতে আটকা পড়ে আছে। তাদের মধ্যে অনেকেই ‘এজট’ রাসায়নিক প্ল্যান্টে আশ্রয় নিয়েছে।

ইউক্রেন সেনাদের আর্টিলারি ব্যারেজের সময় সাইটটিকে লক্ষ্যবস্তু করে হামলা হয়েছে অভিযোগ করে জেলেনস্কি বলেন, রাশিয়াকে পাগলামি করছে ।

গত সপ্তাহে মিঃ বয়চেঙ্কোর একজন উপদেষ্টা সিএনএনকে বলেছিলেন রাশিয়ার অবরোধ এবং শহরে বোমাবর্ষণের ফলে কমপক্ষে ২২ হাজার জন নিহত হয়েছে।

 

 

বাংলা প্রবাহ/ সু

Ecare Solutions
শর্টলিংকঃ