
দেশের জনপ্রিয় সংগীত তারকাদের অংশগ্রহণে আয়োজিত হলো বহুল প্রতীক্ষিত পপ ও হিপ হপ চ্যারিটি ইভেন্ট ‘দ্য হাইপ ফেস্টিভ্যাল’।
হৃদয় খান, মিলা, জালালি সেট, জেফার, ইমরান, ব্ল্যাক জ্যাং, মিথুন চক্র এবং তাশফি’র গানের জাদুতে মুখরিত হয়ে ওঠে বসুন্ধরা আইসিসিবি’র নবরাত্রী হল।

ইভেন্ট থেকে আয় করা অর্থ সিলেটের বন্যা দুর্গতদের সাহায্যে ব্যয় করা হবে বলে এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে আয়োজকরা।
ইভেন্টে আরও পারফর্ম করেন আন্তর্জাতিক সংগীত তারকা ও দেশের জনপ্রিয় শিল্পী মুজা, অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং ডিজে সনিকা। জনপ্রিয় কিছু গান দিয়ে ইভেন্টের লাইন-আপ সাজানো হয়।
অন্যতম মূল আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন দেশের কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। ইভেন্টে আইকনিক এই পপস্টার-কে ‘জেনেসিস পপ আইকন’ অ্যাওয়ার্ডের মাধ্যমে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
‘দ্য হাইপ ফেস্টিভ্যাল’-এর টাইটেল স্পন্সর ছিল ‘দারাজ বিডি’ এবং আয়োজক ‘ফুল সার্কেল ক্রিয়েটিভ লিমিটেড’।
বাংলা প্রবাহ/ সু
