শুটিংয়েল সময় দুর্ঘটনায় পা ভাঙলে শিল্পা শেঠি

Ecare Solutions

শুটিংয়ের সময় বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়েছেন শিল্পা শেঠি। এতে তার পা ভেঙে গেছে। ইনস্টাগ্রামে এই তথ্য জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

তিনি নিজের একটি ছবি শেয়ার করেছেন যাতে তাকে হাসপাতালে দেখা গেছে।

ছবিতে দেখা যাচ্ছে, ভাঙা পায়ে প্লাস্টার লাগিয়ে তার ওপর ক্রপ বেল্ট পরে হুইল চেয়ারে বসে রয়েছেন শিল্পা, যন্ত্রণা সত্ত্বেও মুখে হাসি লেগে রয়েছে তার।
ছবির সঙ্গে ইনস্টাগ্রামে, অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘তিনি বলেছেন ,হালকা…ক্যামেরা…অ্যাকশন…পা ভেঙেছি…এবং আমি সত্যিই এটি করেছি। এখন ছয় সপ্তাহ শুটিং করতে পারছি না, তবে এখন আমি আরও শক্তিশালী এবং আরও ভালোভাবে ফিরে আসব। গোয়ায় শুটিং চলছিল।

 

 

বাংলা প্রবাহ/ সু

Ecare Solutions
শর্টলিংকঃ