
এখন থেকে সিলেটে নিয়মিত রোগী দেখবেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল – এমবিবিএস, এমসসি (গ্যাস্টোএন্টালোজি, লন্ডন), এমডি (হেপাটোলজি), এফ আইসিপি (ইন্ডিয়া), এফআরসিপি (আয়ারল্যান্ড), এফআরসিপি (লন্ডন), পিএইচডি (ইউনিভার্সিটি অব মালায়া, মালয়েশিয়া)।
অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেশনাল হেপাটোলজি ডিভিশনের হেড। তিনি লিভার ও লিভার ক্যান্সার এবং গ্যাস্টোএন্টারোলজি বিশেষজ্ঞ ও ইন্টারভেশনাল এন্ডোস্কোপিস্ট। এছাড়াও তিনি ভিজিটিং প্রফেসর, গ্যাস্টোএন্টালোজি ও মেটাবোলজি বিভাগ, এহিমে বিশ্ববিদ্যালয় জাপান। মেম্বার, বোর্ড অব স্টাডিজ, গ্যাস্টোএন্টালোজি বিভাগ, অল ইন্ডিয়া ইনিস্টিউট অব মেডিকেল সায়েন্স, ইন্ডিয়া।

তিনি সিলেটের স্বপ্নীল লিভার সেন্টারে আগামী ২৫ আগস্ট রোগী দেখবেন। তার সিলেটের চেম্বারের ঠিকানা স্বপ্নীল লিভার সেন্টার, ল্যাব এইড লিমিটেড (ডায়াগনস্টিক), নিউ মেডিকেল রোড (কাজল শাহ) বাড়ী নং: ৩৬২-৩৬৩, সিলেট।
সিরিয়ালের জন্য ০১৯২৭-৮৬৭৯৩৪।
