
‘অসাম্প্রদায়িক মানবিকসমাজ বিনির্মাণ আমাদের অন্যতম লক্ষ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির লালমনিরহাট জেলা শাখার আয়োজনে দেশের সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) বিকাল সাড় ৩টায় জেলার মাটির মায়া মতিয়ার স্মৃতি মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল লালমনিরহাট জেলা সহ-সভাপতি মনছুর আলী সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি সেলের সভাপতি আসীফ মুনির তন্ময়।
সভায়বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল লালমনিরহাট জেলা কমিটির যুগ্ম সম্পাদক এ্যাড. ইকবাল হোসেন মামুন, প্রচার ও গণমাধ্যম সম্পাদক হেলাল হোসেন কবির, সদস্য ডাঃ আশিক ইকবাল মিলন, স্বপ্না জামান, মাখন লাল দাস, এ্যাড. চিত্ত রঞ্জন রায় মন্টু, মায়ের তরীর সভাপতি প্রদীপ কুমার রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির লালমনিরহাট জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম অপু প্রমুখ।
