নোবিপ্রবিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ‘ফায়ার ফ্লেক্স’ অনুষ্ঠিত

Ecare Solutions

মো.রিয়াদুল ইসলাম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) ইংরেজি বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থীদের( ২০২০-২১ শিক্ষাবর্ষ) আয়োজনে উৎসবমুখর চড়ুইভাতি ‘ফায়ার ফ্লেক্স’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী ভবনের পেছনের নীলদিঘীর পাড়ে এ চড়ুইভাতি অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই ব্যাচের সবার সর্বাত্মক চেষ্টা ও পরিশ্রমের ফলে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের শুরু হয়। রান্নার পাশাপাশি চলে পুরোদমে গান,গল্প ও আড্ডার আসর। এ নিয়ে ইংরেজি বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী রকি বাবু বলেন, এ চড়ুইভাতি ক্যাম্পাস জীবনে আমাদের ইংরেজি ১৬ তম ব্যাচের প্রথম কোনো বর্ণাঢ্য ও সাফল্যমণ্ডিত প্রোগ্রাম। নিজ কাজ নিজে করার মাঝে অন্যরকম এক আনন্দ নিহিত।সকাল থেকে বিভাগের বন্ধু-বান্ধবীদের কাজের প্রতি স্পৃহাই অনুষ্ঠানের প্রধান আমেজের সৃষ্টি করে।

ইংরেজি বিভাগের এগারোতম ব্যাচের শিক্ষার্থী ফয়সাল ফায়জুর বলেন, একটি সুন্দর ও উৎসব মুখর দিন কেটেছে আজ। চড়ুইভাতিকে ঘিরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছিলো নীলদিঘীর একপাশ জুড়ে। সবার আন্তরিকতা ও পরিশ্রম মুগ্ধ করেছে। বন্ধুত্বের এ মেলবন্ধন সর্বদা বজায় থাকুক।

Ecare Solutions
, ,
শর্টলিংকঃ