
বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এবং মিয়ানমার, আফগানিস্তান ও পাকিস্তানসহ বিশ্বের চলমান গণহত্যাসমূহ প্রতিরোধ এবং মিয়ানমারে গণহত্যার শিকার বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূলকমিটির সর্ব ইউরোপীয় শাখার উদ্যোগে আগামী ৮ ও ৯ ডিসেম্বর বেলজিয়ামের ব্রাসেলস-এ মানববন্ধন ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়েছে।
বাংলাদেশসহ পনেরটি দেশের আইনপ্রণেতা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, মানবাধিকার ও শান্তি আন্দোলনের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এ ছাড়া ইউরোপের বিভিন্ন দেশ থেকে নির্মূল কমিটির নেতাকর্মীরা এই সম্মেলনে যোগ দেবেন।

এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে বাংলাদেশ থেকে নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, প্রজন্ম ’৭১-এর সভাপতি, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ অধ্যাপক মুনির চৌধুরীর পুত্র মানবাধিকার কর্মী আসিফ মুনির তন্ময়, নির্মূল কমিটির সহসাধারণ সম্পাদক, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ডা. আলিম চৌধুরীর কন্যা অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী ব্রাসেলস-এ অবস্থান করছেন।
৮ ডিসেম্বর স্থানীয় সময় সকাল দশটা থেকে সাড়ে বারটা পর্যন্ত ব্রাসেলস-এ ইউরোপীয় কমিশনের সামনে ব্যানার ও ফেস্টুন সহ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের সভাপতিত্বে মানববন্ধনে অংশগ্রহণ করবেন বেলজিয়ামের সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক ও ইউরোপীয় পার্লামেন্টের প্রাক্তন সদস্য মানবাধিকার নেতা পাওলো কাসাকা, জার্মানির সাবেক এমইপি ফ্রাঙ্ক শ্বালবা-হোথ, বেলজিয়ামের হিউম্যান রাইটস উইদাউট ফ্রন্টিয়ারস ইন্টারন্যাশনাল-এর পরিচালক অধ্যাপক উইলি ফাউত্রে, বার্মায় রোহিঙ্গা গণহত্যা ও সন্ত্রাস তদন্তে নাগরিক কমিশন-এর সদস্য যুক্তরাজ্যের মানবাধিকার নেতা জুলিয়ান ফ্রান্সিস, যুক্তরাজ্যের ওয়ার্ল্ড সিন্ধি কংগ্রেস-এর সাধারণ সম্পাদক মানবাধিকার নেতা ড. লাকুমাল লুহানা, নেদারল্যান্ডের ইউরোপীয়ান বাংলাদেশ ফোরাম-এর সভাপতি মানবাধিকার নেতা বিকাশ চৌধুরী বড়ুয়া, টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফোরাম ফর হিউম্যানিটি তুরস্ক-এর সভাপতি লেখক চলচ্চিত্রনির্মাতা ফেরহাত আতিক, বেলুচ হিউম্যান রাইটস কাউন্সিল-এর নির্বাহী সভাপতি যুক্তরাজ্যের মানবাধিকার নেতা লেখক ড. নাসির দাস্তি, পোল্যান্ডের নেভার এগেইন-এর সভাপতি সমাজবিজ্ঞানী ড. রাফাল প্যানকোভস্কি, মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক শান্তিকর্মী ড. এবিএম নাসির, পোল্যান্ডের নেভার এগেইন-এর সদস্য মানবাধিকার নেতা নাটালিয়া সিনায়েভা পাঙ্কোভস্কা, যুক্তরাজ্যে বসবাসরত নিরাপত্তা বিশ্লেষক ও ভারতীয় লেখক প্রিয়জিৎ দেব সরকার, জার্মানিতে নির্বাসিত আফগান মানবাধিকারকর্মী আরিয়া সুরিয়া, বেলজিয়ামের মানবাধিকার নেতা অ্যান্ডি ভার্মাট, উজবেকিস্তানের মানবাধিকার নেতা বেকজোডজন ইউলচিয়েভ, উজবেকিস্তানের মানবাধিকার নেতা ফায়জুলো নেমাতোভ, বুরুন্ডির সমাজকর্মী আমিসা এনতাকিরুতিমান, রুয়ান্ডার মানবাধিকার নেতা অ্যান্ড্রু রুবানজাঙ্গাবো, প্রজন্ম ’৭১-এর সভাপতি, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ অধ্যাপক মুনির চৌধুরীর পুত্র মানবাধিকার কর্মী আসিফ মুনির তন্ময়, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ডা. আলিম চৌধুরীর কন্যা অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, সুইডেনে বসবাসরত ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সমাজসেবক নূতন চন্দ্র সিংহের নাতনি শিল্পী চৌধুরী, নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির এবং সাধারণ সম্পাদক কাজী মুকুলসহ নির্মূল কমিটির সর্বইউরোপীয় শাখা ও সংগঠনের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ।
এরপর স্থানীয় সময় বিকেল ৩টায় ব্রাসেলস-এর বায়তুল মুজিব মিলনায়তনে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে বাংলাদেশের গণহত্যার ওপর শাহরিয়ার কবির নির্মিত প্রামাণ্যচিত্র ‘ভয়েস অব কনসিয়েন্স’ প্রদর্শিত হবে। লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে সম্মেলনে অংশগ্রহণ করবেন বেলজিয়ামের সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক ও ইউরোপীয় পার্লামেন্টের প্রাক্তন সদস্য মানবাধিকার নেতা পাওলো কাসাকা, জার্মানির সাবেক এমইপি ফ্রাঙ্ক শ্বালবা-হোথ, বেলজিয়ামের হিউম্যান রাইটস উইদাউট ফ্রন্টিয়ারস ইন্টারন্যাশনাল-এর পরিচালক অধ্যাপক উইলি ফাউত্রে, বার্মায় রোহিঙ্গা গণহত্যা ও সন্ত্রাস তদন্তে নাগরিক কমিশন-এর সদস্য যুক্তরাজ্যের মানবাধিকার নেতা জুলিয়ান ফ্রান্সিস, যুক্তরাজ্যের ওয়ার্ল্ড সিন্ধি কংগ্রেস-এর সাধারণ সম্পাদক মানবাধিকার নেতা ড. লাকুমাল লুহানা, নেদারল্যান্ডের ইউরোপীয়ান বাংলাদেশ ফোরাম-এর সভাপতি মানবাধিকার নেতা বিকাশ চৌধুরী বড়ুয়া, টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফোরাম ফর হিউম্যানিটি তুরস্ক-এর সভাপতি লেখক চলচ্চিত্রনির্মাতা ফেরহাত আতিক, বেলুচ হিউম্যান রাইটস কাউন্সিল-এর নির্বাহী সভাপতি যুক্তরাজ্যের মানবাধিকার নেতা লেখক ড. নাসির দাস্তি, পোল্যান্ডের নেভার এগেইন-এর সভাপতি সমাজবিজ্ঞানী ড. রাফাল প্যানকোভস্কি, মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক শান্তিকর্মী ড. এবিএম নাসির, পোল্যান্ডের নেভার এগেইন-এর সদস্য মানবাধিকার নেতা নাটালিয়া সিনায়েভা পাঙ্কোভস্কা, যুক্তরাজ্যে বসবাসরত নিরাপত্তা বিশ্লেষক ও ভারতীয় লেখক প্রিয়জিৎ দেব সরকার, জার্মানিতে নির্বাসিত আফগান মানবাধিকারকর্মী আরিয়া সুরিয়া, বেলজিয়ামের মানবাধিকার নেতা অ্যান্ডি ভার্মাট, উজবেকিস্তানের মানবাধিকার নেতা বেকজোডজন ইউলচিয়েভ, উজবেকিস্তানের মানবাধিকার নেতা ফায়জুলো নেমাতোভ, বুরুন্ডির সমাজকর্মী আমিসা এনতাকিরুতিমান, রুয়ান্ডার মানবাধিকার নেতা অ্যান্ড্রু রুবানজাঙ্গাবো, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশিয় গণসম্মিলন-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, প্রজন্ম ’৭১-এর সভাপতি, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ অধ্যাপক মুনির চৌধুরীর পুত্র মানবাধিকার কর্মী আসিফ মুনির তন্ময়, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ডা. আলিম চৌধুরীর কন্যা অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, সুইডেনে বসবাসরত ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সমাজসেবক নূতন চন্দ্র সিংহের নাতনি শিল্পী চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী মুকুলসহ নির্মূল কমিটির সর্বইউরোপীয় শাখা ও সংগঠনের বিভিন্ন দেশের শতাধিক নেতৃবৃন্দ।
৯ ডিসেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় ব্রাসেলস প্রেস ক্লাবে ইউরোপীয় পার্লামেন্টের প্রাক্তন সদস্য পর্তুগালের রাজনীতিবিদ ও মানবাধিকার নেতা পাওলো কাসাকার সভাপতিত্বে বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এবং মিয়ানমার, আফগানিস্তান ও পাকিস্তান সহ বিশ্বে চলমান গণহত্যাসমূহ প্রতিরোধে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের কার্যক্রম এবং ইউরোপীয় পার্লামেন্টের সভাপতিকে প্রদত্ত স্মারকলিপি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হবে। সংবাদ সম্মেলনে স্মারকপত্র পাঠ করবেন মুক্তিযুদ্ধে শহীদ ডা. আলিম চৌধুরীর কন্যা অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী শম্পা।
