নোবিপ্রবিতে বিএনসিসির উদ্যোগে আইইএলটিএস বিষয়ক সেমিনার

Ecare Solutions

নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি) তে বিএনসিসি প্লাটুনের উদ্যোগে আইইএলটিএস ও ইংরেজি ভাষাগত দক্ষতা অর্জন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৬ ডিসেম্বরে (মঙ্গলবার) বিকাল ৩ টা ৩০ মিনিটে নোবিপ্রবি বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে শহীদ ক্যাডেট সার্জেট রুমী ভবনে আইইএলটিএস ও ইংরেজি ভাষাগত দক্ষতা অর্জন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সেমিনারে আইইএলটিএস বিষয়ক বিভিন্ন ধারনা প্রদান এবং ভবিষ্যৎ পথচলায় ইংরেজিতে দক্ষতা বৃদ্ধি বিষয়ে পরামর্শ প্রদান করেন সেমিনারের প্রশিক্ষক এবং নোবিপ্রবির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মেহরাব হোসেন মজুমদার। সেমিনারে নোবিপ্রবি বিএনসিসি প্লাটুনের ক্যাডেট ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আইইএলটিএস বিষয়ক সেমিনার নিয়ে নোবিপ্রবি বিএনসিসির সিইউও আব্দুল্লাহ আল মামুন (সাব্বির) বলেন, ” দেশের সংরক্ষিত আধা সামরিক স্বেচ্ছাসেবী বাহিনী হিসেবে বিএনসিসি সর্বদা বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রমের সাথে ক্যাডেটদের নিয়োজিত রাখে। প্রশিক্ষণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় নোবিপ্রবি বিএনসিসি আয়োজন করেছে আইইএলটিএস ও ইংরেজি ভাষাগত দক্ষতা অর্জনের সেমিনার। আজকের উক্ত আয়োজনের মাধ্যমে বিএনসিসি ক্যাডেটবৃন্দ ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা উপকৃত হয়েছে। ভবিষ্যতেও নোবিপ্রবি বিএনসিসি এরকম প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে। “

Ecare Solutions
শর্টলিংকঃ