
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ফেনী সদর উপজেরলার সম্মেলন-২০২৩ আগামী রবিবার। ফেনী সদর উপজেলার সাধারণ সম্পাদক হারুন রশিদ জাফর সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ফেনী জেলা পরিষদের সেলিম আল দীন মিলনায়তনে বিকাল ৪ টায় সম্মেলন শুরু হবে।
সম্মেলনের উদ্বোধন করবেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ফেনী জেলার আহবায়ক এডভোকেট নুর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাইস চেয়ারম্যান এ কে শহীদ খন্দকার, সাংবাদিক মুক্তিযোদ্ধা আবু তাহের, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সমরজিত দাস টুটুল।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ফেনী সদর উপজেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ আলমের সভাপতিত্বে সম্মেলনের প্রধান বক্তা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ফেনী জেলার সদস্য সচিব কবি অপূর্ব কুমার পাল।
