
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ফেনী সদর উপজেরলার সম্মেলনে ২৫ বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ৮ জানুয়ারি বিকাল ৪ টায় ফেনী জেলা পরিষদের সেলিম আল দীন মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে নতুন কমিটি নির্বাচন করা হয়।
সম্মেলনের উদ্বোধন করবেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ফেনী জেলার আহবায়ক এডভোকেট নুর হোসেন। প্রধান অতিথি হিসেবে শাহ আলম কে সভাপতি ও হারুন অর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সামছুল আলম চৌধুরী, এনামুল হক ভুইয়া, জামিল উদ্দিন ভুইয়া, মাস্টার সাহাব উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আলা উদ্দিন জনি ও শেখ সেলিম।
