
আগামী ১৯ জানুয়ারি আমরা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মূল কমিটির সাংস্কৃতিক স্কোয়াড- এর প্রথম জাতীয় সম্মেলনের আয়োজন করবে।
৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নির্মূল কমিটির সাংস্কৃতিক স্কোয়াডকে শক্তিশালী সাংগঠনিক কাঠামোর উপর দাঁড় করানো, যাতে স্বাধীনতাবিরোধী মৌলবাদী ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য প্রসারে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এই উদ্দেশ্যে আগামীকাল ১৬ জানুয়ারি, ২০২৩ রিপোর্টার্স ইউনিটি, নসরুল হামিদ মিলনায়তনে সকাল ১১টায় আমরা এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, যাত্রাশিল্পী মিলন কান্তি দে, সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন, আবৃত্তিশিল্পী মোঃ শওকত আলী, সঙ্গীতশিল্পী জান্নাত-এ-ফেরদৌসী ও চারুশিল্পী ফুলেশ্বরী প্রিয়নন্দিনী সহ সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ।
