নোবিপ্রবির প্রয়াত কর্মচারীর পরিবারকে বিজিই বিভাগের এক লক্ষ টাকা সহায়তা

Ecare Solutions

দেলোয়ার হোসেন,নোবিপ্রবি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) প্রয়াত নিম্নমান অফিস সহকারী মো.ইউসুফ আলীর পরিবারকে নগদ এক লক্ষ টাকা অনুদান দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ।

বুধবার(২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর সপ্তম তলায় বিজিই বিভাগে প্রয়াত ইউসুফ আলীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম নিহতের পরিবারের হাতে এ নগদ অর্থ তুলে দেন।

জানা যায়,গত মাসের ২২ ফেব্রুয়ারীতে মার যান বিজিই বিভাগের নিম্নমান অফিস সহকারী মো.ইউসুফ আলী।মৃত্যুকালে ইউসুফ আলী দুই পুত্র, এক কন্যা ও স্ত্রীকে রেখে যান।পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তির মৃত্যুতে বেশ অসহায় হয়ে পড়ে সবাই।তাই সার্বিক দিক বিবেচনায় পরিবারের পাশে দাড়াতে এক লক্ষ টাকা সহায়তা প্রদান করেন বিজিই বিভাগের শিক্ষকরা।

প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম বলেন, ইউসুফ আলী অত্যন্ত ভালো মানুষ ছিলেন।তার আচার ব্যবহার খুবই অমায়িক ছিলো।আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে তার শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকশ করছি। সেই সাথে উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন উপাচার্য।

এসময় বিজিই বিভাগের চেয়ারম্যান ড.মফিজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডীন আতিকুর রহমান ভুইঞা,বিবি খাদিজা হলের প্রভোস্ট ড. রফিক ইসলাম।এছাড়াও এপ্লাইড ক্যামিস্ট্রি এন্ড ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড.ইউসুফ মিয়া, বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক ড.নছর আলী,ড.মুরাদ হোসাইন, প্রভাষক মো.আব্দুল কাদের,মো.ইয়াসিন মিয়াসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিজিই বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Ecare Solutions
, ,
শর্টলিংকঃ