
মানুষের কল্যাণে নিজেদেরকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দেওয়ার লক্ষে মানবিক ও সেচ্ছাসেবী সংগঠন “হেল্প দ্যা পিপল” ফাউন্ডেশনের ইফতার মাহফিল ও কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল’২৩) মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামের বিপরীত পাশে প্লাটিনাম হলে এই কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে আমজাদ হোসেন বাপ্পি’র নাম ঘোষণা করেন নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ নেতা ইয়াসিন আলম রকি এবং ফজলে রাব্বি রাহাত।

এ সময় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পেশার প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
সবাই এই মহৎ উদ্যোগকে করতালির মাধ্যমে স্বাগতম জানান।
সাবেক ছাত্রলীগ নেতা ইয়াসিন আলম রকি বলেন- যে মহৎ উদ্যোগকে সামনে রেখে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে আমি ব্যক্তিগতভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আশা করি এই সংগঠনটি অসহায়, বঞ্চিত ও নির্যাতিত মানুষের পক্ষে নিরলসভাবে কাজ করে যাবে।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক তৌহিদুল ইসলাম রকি বলেন- এই সংগঠনটি দরিদ্র, গরিব, পথ শিশু এবং সুবিধা বঞ্চিত মানুষের জন্য সব সময় কাজ করে যাবে বলে আমি বিশ্বাস করি। সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করি।
সাবেক ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি রাহাত বলেন- তোমাদের এই সুন্দর উদ্যোগকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তোমাদের হাত ধরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপকৃত হবে এই আশাবাদ ব্যক্ত করছি।
